খেয়াল করলাম অনেকেই ইন্টারনেটে সার্চ করে জানতে চান, “詹俊在哪里解说“? ভাবলাম, এই নিয়ে আমার আজকের অভিজ্ঞতাটা শেয়ার করি।
আমি খেলা দেখতে খুবই ভালোবাসি, বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL)। আর ইপিএল-এর খেলা হলে তো কথাই নেই, 詹俊 স্যারের কমেন্ট্রি শুনতে হবেই! ওনার বলার ভঙ্গি, খেলার বিশ্লেষণ, সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি দেয়। কিন্তু কোথায় গেলে ওনার ধারাভাষ্য শোনা যাবে, সেটা নিয়ে আমিও প্রথমে একটুConfuse ছিলাম।
আমার খোঁজাখুঁজি শুরু
প্রথমে ভাবলাম, ইউটিউবে হয়তো পাব। কিন্তু সেখানে লাইভ খেলা দেখায় না, হাইলাইটস দেখতে হয়। মন ভরল না। তারপর ভাবলাম, অন্য কোনো স্পোর্টস ওয়েবসাইটের কথা। ঘেঁটে দেখলাম, কিন্তু সেখানেও 詹俊 স্যার নেই।
অবশেষে পেলাম সমাধান!
হঠাৎ মনে পড়ল, আমার এক বন্ধুর কথা। সে বলেছিল, “মিগু ভিডিও”-তে নাকি ভালো লাইভ স্পোর্টস দেখা যায়। ভাবলাম, একবার চেষ্টা করে দেখি। মিগু ভিডিওতে গিয়ে সার্চ করলাম, আর পেয়েও গেলাম! দেখি, ওখানেই 詹俊 স্যার ইপিএল-এর ধারাভাষ্য দিচ্ছেন।
বিশ্বাস করুন, ওনার কমেন্ট্রিতে খেলা দেখার মজাই আলাদা! একদম যেন স্টেডিয়ামে বসে খেলা দেখছি, এমন একটা অনুভূতি হয়।
- প্রথমে একটু কনফিউজড ছিলাম, কোথায় খুঁজব।
- ইউটিউব, অন্য স্পোর্টস সাইটে খুঁজেছি, কিন্তু পাইনি।
- শেষে বন্ধুর কথায় “মিগু ভিডিও”-তে পেলাম।
এখন কী করি?
এখন আমি নিয়মিত মিগু ভিডিওতেই খেলা দেখি। আর 詹俊 স্যারের কমেন্ট্রি তো আছেই! আপনারাও যারা খুঁজছেন, তারা একবার মিগু ভিডিওতে ঢুঁ মারতে পারেন।